১৯৭৫ সালের ১৫ই আগস্ট একদল পথভ্রষ্ট সামরিক সেনার অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাৎ বরণ করেন। মৃত্যুর পর তিনি হয়ে উঠেন আরো জনপ্রিয়, মৃত্যুঞ্জয়ী। অনেকেই তাঁকে কাছে থেকে দেখেছেন, সেবা করেছেন। তাঁকে কখনো দেখেনি শুধু তাঁর মুখের কথায় জীবন দিতে প্রস্তুত ছিলেন এবং জীবন দিয়েছেন অনেক মানুষ। বঙ্গবন্ধুর ব্যক্তিগত জীবনের উল্লেখ যোগ্য অংশ নিয়ে নির্মিত হয়েছে বিশেষ তথ্যচিত্র ‘একটি মুজিব’। আমজাদ কবীর চৌধুরী পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত তথ্যচিত্রটি জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ই আগস্ট রাত ৮টায় এটিএন বাংলায় প্রচার হবে।
১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জে জন্ম নেয়া শেখ মুজিবের আদি বাস ভবনের পরিচিতির মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হবে। ধারা বর্ণনার মাঝে মাঝে উপস্থাপন করা হবে যারা তাঁকে কাছ থেকে দেখেছেন, তাঁর জনসভায় ভাষণ শুনেছেন। তাদের জবানীতে উঠে আসকে বঙ্গবন্ধুর গল্প এবং তাঁর মৃত্যুর খবরে সাধারণ মানুষের প্রতিক্রিয়ার কথা। বঙ্গবন্ধুকে বিশ্লেষণ করেছেন গবেষক, ইতিহাসবিদ। সাক্ষাৎকার প্রদান করেছেন ফরাস উদ্দিন, তোফায়েল আহমেদ, আমীর হোসেন আমু, ব্যারিস্টার আমিনুল ইসলাম এবং অধ্যাপক সিরাজুল ইসলাম। জনসভায় বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিলেন এমন দু’একজন ছাড়াও বিশ্ববিদ্যালয় পড়–য়া কয়েকজন ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধুকে নিয়ে ভাবনার কথা তুলে ধরা হবে অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়া বঙ্গবন্ধু জাদুঘরের উপর প্রতিবেদনের মাধ্যমে শেষ হবে ‘একটি মুজিব’ শিরোনামের তথ্যচিত্রটি। অনুষ্ঠানটির মাধ্যমে নতুন প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অনেক অজানা তথ্য জানতে পারবে।