১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। বিশেষ আয়োজনে রয়েছে প্রামাণ্য অনুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, তথ্যচিত্র, টক শোসহ অন্যান্য আয়োজন। সকাল ৭.৩০ মিনিটে প্রভাতী অনুষ্ঠান চায়ের চুমুকে প্রচারের মধ্যে দিয়ে শুরু হবে শোক দিবসের বিশেষ আয়োজন। ০৮টা ২৫ মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘হৃদয়ে বঙ্গবন্ধু’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বিলাস খান। ০৯টা ১০ মিনিটে প্রচার হবে প্রামাণ্য অনুষ্ঠান ‘মধুমতির তীরে’। পরিচালনা নবুয়াত রহমান। ১০টা ৩৫ মিনিটে প্রচার হবে তথ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’। ১১টা ৩৫ মিনিটে প্রচার হবে আমজাদ কবীর চৌধুরীর পরিচালনায় তথ্যচিত্র ‘মহানায়ক’। দুপুর ১২টা ১৫মিনিটে প্রচার হবে ‘মুজিব বহমান’। পরিচালনায় আসলাম শিকদার। বিশেষ অনুষ্ঠান ‘উদিত সূর্যে বঙ্গবন্ধু’ প্রচার হবে ০৩টা ১০মিনিটে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ। রাত ০৮টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘একটি মুজিব’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমজাদ কবীর চৌধুরী। ০৮টা৪৫মিনিটে প্রচার হবে সেলিম দৌলা খানের পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘উচ্চারণগুলো শোকের’। ১০টা ৫৫মিনিটে প্রচার হবে তাশিক আহমেদের পরিচালনায় টক শো ‘পনেরই’। মুস্তাফা নূর উল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন তোফায়েল আহমেদ, কামাল লোহানী এবং মুজাহিদুল ইসলাম সেলিম।