ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অ্যাম্বুলেন্স-পিকআপ সংঘর্ষ, রোগীসহ নিহত ৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অ্যাম্বুলেন্স-পিকআপ সংঘর্ষ, রোগীসহ নিহত ৫

প্রতিনিধি, ভূঞাপুর (টাঙ্গাইল)

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারে তিন নারীসহ পাঁচ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালক ও হেলপারও রয়েছেন। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন পিকআপের চালক, সহকারী, এক মাছ ব্যবসায়ীসহ আট জন ।

আজ শনিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– চট্টগ্রাম জেলার ইপিজেড থানার মোর্শেদের স্ত্রী ক্যান্সার আক্রান্ত ফরিদা (৩৬), তাঁর মেয়ে মারিয়া (১৭), একই থানার ত্রিপোর্ট এলাকার ইলিয়াসের স্ত্রী বড় বোন ফেরদৌসি বেগম (৪০)। অ্যাম্বুলেন্স চালক সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চালা এলাকার আক্কাস আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৯) ও হেলপার সলঙ্গা উপজেলার রানীনগর এলাকার আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে জুয়েল (২৮)।

আহতরা হলেন– নিহত ক্যান্সার রোগীর ছোট মেয়ে মাহি (১০), ভাইয়ের ছেলে চট্টগ্রাম জেলার ইপিজেড থানার ত্রিপোর্ট এলাকার মাহবুব আলমের ছেলে মারুফ (১৬), পিকআপের চালক আল-আমিন (৩৫), নুর রহমান (৪৫), শেরপুর জেলার নকলা থানার রুহা বেপারী পাড়া এলাকার মারফত (২৮), গাজীপুর জেলার জয়দেবপুর থানার দিঘীর চালা সোবহান হক মার্কেট এলাকার আব্দুর রাজ্জাক মিঞার ছেলে কবির মিঞা (৪০), রায়হান মিঞা (২২) ও বাদশা মিঞা (২০) ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার হাতিয়ায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাছ বোঝাই একটি পিকআপের সঙ্গে উত্তরবঙ্গগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয় । এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো দুই জনের মৃত্যু হয় ও এ ঘটনায় আট জন আহত হোন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে ।

তিনি আরো জানান, আহত পিকআপের চালক-সহকারী ও মাছ ব্যবসায়ী আটজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Others শীর্ষ সংবাদ সারাদেশ