মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৭তম বৈঠক কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ, মোছা. মাহাবুব আরা বেগম গিনি, ফজিলাতুন নেসা, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম এবং রিফাত আমিন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহের বিদ্যমান শূন্য পদের সংখ্যা ও শূন্য পদে জনবল নিয়োগ কার্যক্রম সর্ম্পকে বিস্তারিত আলোচনা হয় এবং শূন্য পদগুলো আগামী ৬ মাসের মধ্যে পূরণের জন্য জোরালো সুপারিশ করা হয়।
এছাড়া, কমিটি বিদ্যালয়ে শিশুদের জাতীয় সংগীত সঠিক ও শুদ্ধভাবে শেখানোর ওপর গুরুত্বারোপ করে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের পাশাপাশি অভিভাবকদেরকে আরো সচেতন করার যথাযথ পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

জাতীয়