মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের চিরিরবন্দরর উপজেলার রাণীরবন্দরে বিদ্যুতের শর্ট সার্কিটে ১৩টি দোকানসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই। আজ মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে দোকানগুলো পুড়ে যায়।
জানা গেছে, আতিকুল কাঠ মিস্ত্রির দোকান থেকে বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয় ময়নুল ডেকোরেটরের প্রায় ১২ লাখ টাকা, ফরহাদ ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের ১০ লাখ টাকা, আতিকুল কাঠ মিস্ত্রি দোকানের তিন লাখ টাকা, আতাউর পান স্টোরের নগদ এক লাখ টাকাসহ প্রায় দুই লাখ টাকা, দিলীপ টেলিকম এন্ড মা ফার্মেসী প্রায় ৪ লাখ টাকা, বাশু হোটেলের ৫০ হাজার টাকা, মোকছেদের গুড়া দোকানের ২ লাখ টাকা, সিকদার হোটেল প্রায় ৩ লাখ টাকা, পবি সাইকেল স্টোরের দেড় লাখ, লিয়াকত আলী ওয়ারিং মিস্ত্রির ৫০ হাজার, কাজল হোটেলের ১০ হাজার, হাবিব পান স্টোরের ১৫ হাজার টাকা, বকস ডাক্তার এন্ড ফার্মেসীর এক লাখ টাকা, কামারের এক লাখ টাকা ক্ষতি হয়েছে।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের এসও সবুজ ইসলাম জানান, শর্ট সার্কিট হওয়ায় আগুন লাগে এবং তার সহযোগী টিম আগুন নিয়ন্ত্রণে আনে।