যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ সকাল সাড়ে সাতটায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয় ।
ঈদুল আযহার জামাতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, স্থায়ী কমিটির সভাপতিগণ ও জাতীয় সংসদের সংসদ সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার সহ কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার জনসাধারণ ঈদের জামাতে শরীক হন।
জামাত শেষে মুসল্লিরা পারষ্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি, সমৃদ্ধি ও জাতীয় অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।