সরকার ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের বাংলাদেশ গঠনে কাজ করছে – এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সূখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করছে। দিন বদলের সনদের আলোকে প্রণয়ন করা হয়েছে ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। তিনি আজ লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়িতে স্থানীয় জনগণের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধশালী দেশ বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশের অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক ও আইনী কাঠামোকে একটি উন্নত দেশের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে এবং যার সুফল দেশের মানুষ পাচ্ছে। এসব সাফল্যে ঈর্ষাম্বিত হয়ে ২০ দলীয় জোট হরতাল অবরোধসহ বিভিন্ন নেতিবাচক কর্মসূচী দিয়ে সরকারের গণমূখী কর্মকা-কে বাধাগ্রস্থ করছে। তিনি সচেতন থেকে এসব নেতিবাচক কর্মসূচী সামাজিকভাবে প্রতিহত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয়