ঈদুল আযহা, কোরবানির পশুর হাট ও ঈদকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখার স্বার্থে ৮ দিনের জন্য কঠোর লকডাউন শিথিল করা হয়েছে। ঈদের পর ২৩ জুলাই থেকে ফের শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। এবারের লকডাউনে শিল্পকারখানাও বন্ধ থাকছে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঈদ পরবর্তী লকডাউনের সময়টায় শিল্পকারখানাও বন্ধ থাকছে। সরকারি-বেসরকারি অফিস, গার্মেন্ট, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনষেধ শুরু হবে।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের সর্বাত্মক লকডাউন। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।
১৪ জুলাই থেকে ২৩ জুলাই সকাল ৬ টা পযর্ন্ত ৮ দিন লকডাউন শিথিল থাকছে।