বাসে বাড়তি ভাড়া, কোনো সিট ফাঁকা রাখা হচ্ছে না

বাসে বাড়তি ভাড়া, কোনো সিট ফাঁকা রাখা হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী বাস টার্মিনালে বাসের জন্য অপেক্ষায় থাকা মো. সোহেল নামের এক যাত্রী প্রথম আলোকে জানান, বগুড়ায় যাওয়ার জন্য শ্যামলী পরিবহনের ১০ নম্বর কাউন্টার থেকে একটি টিকিট কিনেছেন। তাঁর কাছ থেকে টিকিটের দাম রাখা হয়েছে ১২০০ টাকা। তবে তাঁকে কোনো টিকিট দেওয়া হয়নি। সিট নম্বর ‘জি৪’ হাতে লেখা একটা কাগজ ধরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। তিনি বলেন, ‘সরকার–নির্ধারিত ভাড়ার চেয়ে আমার কাছ থেকে প্রায় দ্বিগুণ ভাড়া রাখা হয়েছে। টিকিটও দেওয়া হচ্ছে না।’

বেলা তিনটার দিকে ফোনে সোহেল বলেন, ‘আমি এখনো বাসের মধ্যে আছি। দুই সিটে একজন করে যাত্রী নেওয়ার কথা থাকলেও তা নিচ্ছে না। বাসের প্রতিটি সিটে যাত্রী তোলা হয়েছে।’

শ্যামলী পরিবহনেরই ১ নম্বর কাউন্টার থেকে বগুড়ায় যাওয়ার জন্য দুই সিটের টিকিট কেটেছেন রঞ্জন কুমার হালদার। তিনি জানান, দুই সিটের জন্য ৯০০ টাকা করে তাঁদের কাছ থেকে মোট ১৮০০ টাকা রাখা হয়েছে। তবে টিকিটে দেখা যায়, সিট প্রতি ভাড়া লেখা ৭০০ টাকা।

রঞ্জন কুমার বলেন, ‘টিকিটে যা ভাড়া লেখা হয়েছে, তার চেয়ে ২০০ টাকা বেশি ভাড়া নিয়েছে কাউন্টার থেকে।

নাম না জানিয়ে শ্যামলী ১ নম্বর কাউন্টারের কর্মচারীরা দাবি করেন, সরকারনির্ধারিত যা ভাড়া, তাই রাখা হচ্ছে। বাড়তি ভাড়া রাখা হচ্ছে না।

বাড়তি ভাড়ার কারণে টিকিট না কিনে বাস টার্মিনালের সামনে দাঁড়িয়েছিলেন লালমনিরহাটের চারজন যাত্রী। নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করা এই ব্যক্তিরা জানান, টিকিটের অস্বাভাবিক দাম চাচ্ছে বাসগুলো। শ্যামলী ও হানিফ বাস কাউন্টারে প্রতি সিট টিকিটের দাম চাচ্ছে ১৭০০–১৮০০ টাকা করে। আর লোকাল বাসগুলো ভাড়া চাচ্ছে ১৫০০ টাকা করে। যার কাছ থেকে যেমন পারছে, তারা নিচ্ছে।

তাদের একজন আশিকুর রহমান বলেন, ‘এত বাড়তি ভাড়া! তাই ভাবছি। তারপরও বাড়িতে যাইতে হবে ভাই। বউ–বাচ্চা আছে, না গেলে হবে না।’

আজ সরেজমিন দেখা যায়, গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের ভিড়। সকালে বৃষ্টি শুরু হলে অনেক যাত্রীই তীব্র ভোগান্তির মধ্যে পড়েন। যাত্রীর চাপ বেশি থাকায় কারও করোনার স্বাস্থ্যবিধি ছিল পুরোপুরি উপেক্ষিত। পাশাপাশি পর্যাপ্ত যানবাহন না থাকায় আসনসংকটে ভুগছেন যাত্রীরা।

Others সারাদেশ