ব্যক্তিগত গাড়িতে সরকারি ভুয়া লোগো

ব্যক্তিগত গাড়িতে সরকারি ভুয়া লোগো

মুন্সীগঞ্জ প্রতিনিধি

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ব্যক্তিগত গাড়িতে সরকারি ভুয়া লোগো ব্যবহার করে শিমুলিয়া ঘাটে প্রবেশের সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরা পড়লেন আব্দুর রহমান নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিমুলিয়া ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ সময় ম্যাজিস্ট্রেটের জেরার মুখে তিনি স্বীকার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে এ কৌশল হিসেবে গাড়িতে ভুয়া লোগো লাগিয়েছেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ আইনের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টার অপরাধে তার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ জানান, ওই ব্যক্তির নাম আব্দুর রহমান। তিনি ঢাকার ধলপুর থেকে মাদারীপুর যাওয়ার উদ্দেশে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে শিমুলিয়া ঘাটে এসেছেন। পথে পুলিশের চেকপোস্ট এড়াতে তিনি এই পন্থা অবলম্বন করেছিলেন বলে স্বীকার করেছে।
অপরাধ সারাদেশ