জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের জানাজা আজ ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। তিনি ১৫ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি —- রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে সার্জেন্ট অ্যাট আর্মস, চিফ হুইপ ও হুইপবৃন্দের পক্ষে হুইপ মোঃ আতিউর রহমান আতিক ও ইকবালুর রহিম, বিরোধীদলীয় নেতার পক্ষে হুইপ নুরুল ইসলাম ওমর, মোঃ শওকত চৌধুরী ও মোহাঃ মামুনুর রশিদ মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এর আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের প্রতি রাষ্ট্রীয় গার্ড অভ্ অনার প্রদান করা হয়।
মরহুমের জানাজায় পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম হীরা, সংসদ সদস্যসহ সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।