আবু নাঈম রিপন শিবপুর (নরসিংদী) ঃ শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন গত ১৬ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে। নিছিদ্র নিরাপত্তা, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রশাসন ও রাজনৈতিক নেতারা ছিল অনড়। শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান ও প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর নির্বাচনকে সুষ্ঠু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ১৪৯৫ জন ভোটারের মধ্য ৯৭৭ জন ভোটার উপস্থিত হয়ে তাদের মূল্যবান ভোট প্রদান করেন, তন্মধ্যে ২৭ টি ভোট বাতিল হয়। ভোট গণনা শেষে প্রিজাইটিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদা আক্তার ফলাফল ঘোষণা করেন। বিজয়ীরা হলেন, ১। মো: খোকন সরকার প্রাপ্ত ভোট ৫৩৬, ২। আবুল কাশেম প্রাপ্ত ভোট ৪৯৮, ৩। শেখ কামাল হোসেন প্রাপ্ত ভোট ৪৬৪, ৪। আঃ কাদির ভূঞা প্রাপ্ত ভোট ৪৫৮ এবং মহিলা অভিভাবক সদস্য তাপসী রাবেয়া বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন । নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষে কাজ করবেন এবং ছাত্র/ছাত্রী, শিক্ষক অভিভাবকদের সুখ দু:খের পাশে থাকবেন এমন প্রত্যাশা অভিভাবকদের।