পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ দারিদ্র্য হ্রাসে কাজ করছে

বর্তমান সরকার আয়বর্ধন মূলক কর্মকা-ের মাধ্যমে গ্রামাঞ্চলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পৃষ্ঠপোষকতায় দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রকৃত দুঃস্থ ও অসহায় পরিবারকে সমিতিবদ্ধ করছে। এসব সমিতিতে আগামী চার বছরে ৩৬ লাখের অধিক দরিদ্র পরিবার সম্পৃক্ত করা হবে। এজন্য ৬০ হাজার ৫১৫টি গ্রাম উন্নয়ন সমিতি গঠনে কাজ চলছে।

আজ ঢাকায় বিয়াম মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানা এসব তথ্য তুলে ধরেন।

এসোসিয়েশনের সভাপতি মোঃ আকলাসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিআরডিবি’র মহাপরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম ও সংগঠনের মহাসচিব মোঃ আলাউদ্দিন সরকার বক্তব্য রাখেন।

জাতীয়