রাজধানীতে যেকোনো সময় বৃষ্টি হতে পারে

রাজধানীতে যেকোনো সময় বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

তিনি জানান, আজ সারা দিন আবহাওয়ার বেশ পরিবর্তন হতে পারে। কখন রোদ, কখন বৃষ্টি হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঢাকার আকাশ মেঘলা রয়েছে।

এছাড়া রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশের দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। শুক্রবার (১৩ আগস্ট) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৩৮ মি. মি.।

পরিবেশ