ই-অরেঞ্জ শপের বিরুদ্ধে কোটি টাকার অর্ডার নিয়ে পণ্য ডেলিভারি না দেওয়ার অভিযোগ

ই-অরেঞ্জ শপের বিরুদ্ধে কোটি টাকার অর্ডার নিয়ে পণ্য ডেলিভারি না দেওয়ার অভিযোগ

  • মাশরাফির বাসার পথে ই-অরেঞ্জের গ্রাহকরা

অনলাইন রিপোর্টার ॥ দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ শপের বিরুদ্ধে কোটি টাকার অর্ডার নিয়ে পণ্য ডেলিভারি না দেওয়ার অভিযোগ উঠেছে। রাজধানীর গুলশান-১ এর সড়ক অবরোধ শেষে ই-অরেঞ্জের গ্রাহকরা বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাসার পথে রয়েছেন। দুই শতাধিক ভুক্তভোগী মাশরাফির বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গুলশান-১ এর ১৩৭ নম্বর রোডে অবস্থিত ই-অরেঞ্জের কার্যালয় থেকে মিপুর-১২ তে অবস্থিত মাশরাফি বিন মর্তুজার বাসায় আলোচনার জন্য রওয়ানা দেন তারা।

রাত সাড়ে ৮টার দিকে মাশরাফির বাসার উদ্দেশ্যে রওনা হওয়া শুভ নামের এক ভুক্তভোগী বলেন, এ প্রতিষ্ঠানের সঙ্গে মাশরাফির সংশ্লিষ্ট রয়েছে। তার সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছে। তিনি আমাদের বলেছেন তার বাসায় যেতে। সেখানে আমাদের দাবি-দাওয়া নিয়ে তার সঙ্গে কথা হবে।বিস্তারিত

অর্থ বাণিজ্য তথ্য প্রুযুক্তি