বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, শত বাধা অতিক্রম করে এগিয়ে যাবার মিছিলে শামিল হয়েছে বাংলাদশের পর্যটন শিল্প। তাই এবারের বিশ্ব পর্যটন দিবস এ শিল্পে এক নতুন মাত্রা যোগ করবে।
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) এর সম্মেলনকক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন। প্রতিবছরের ন্যায় এবারও বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিশ্ব পর্যটন দিবস-২০১৭ পালন করা হচ্ছে। এ বছরের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই পর্যটন- উন্নয়নের মাধ্যম’।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে বাংলাদেশে বুদ্ধিস্ট সার্কিট ট্যুরিজমসহ পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এগুলো পর্যটন খাতে বাংলাদেশের এগিয়ে যাবার স্বাক্ষর বহন করে। তিনি জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মন্ত্রণালয়, বিটিবি, বিপিসি ও বিভিন্ন সংস্থা সমূহ ১২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর মধ্যে আগামীকাল সকাল সাড়ে আটটায় রাজধানীর মৎস্য ভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত র্যালি, সকাল ৯টায় টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আলোচনা অনুষ্ঠান, বিকেল ৩টায় রবীন্দ্র সরোবরে এটিজেএফবি’র পর্যটন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৮ সেপ্টেম্বর থেকে বসুন্ধরা কনভেশন সেন্টারে এশিয়ান ট্যুরিজম ফেয়ার আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিটিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরান এবং বিপিসি’র চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির প্রমুখ উপস্থিত ছিলেন।