রুকনুজ্জামান অঞ্জন
সুকুমার রায়ের একটি কবিতা আছে যেখানে শহুরে এক বাবু মশাই নৌকায় চেপে মাঝির জীবন কতটা মিছে অহংকারের সঙ্গে তা-ই বলছিলেন। ঝড় ওঠার পর যখন নৌকা ডুবুডুবু; সাঁতার না জানা বিপদগ্রস্ত বাবুকে দেখে মাঝির মন্তব্য ছিল- ‘তোমার দেখি জীবনখানা ষোলআনাই মিছে!’ হাঁকডাক করে ই-কমার্স ব্যবসায় নামা ইভ্যালি বাণিজ্য মন্ত্রণালয়ে সম্পদের যে তথ্য দিয়েছে তা পর্যালোচনা করে এখন দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটির ব্যবসার ষোলআনাই মিছে।
গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিষ্ঠানটির পাঠানো সম্পদ বিরণীতে মোট দায় ও মূলধন দেখানো হয়েছে ৫৪৩ কোটি ৯৯ লাখ টাকা। এর মধ্যে মূলধন মাত্র ১ কোটি টাকা; বাকি ৫৪২ কোটি ৯৯ লাখ টাকাই দায়। যা গ্রাহক ও পণ্য সরবরাহকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ইভ্যালির কাছে পাওনা। ১৫ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটির হিসাব এটি।বিস্তারিত