আফগান সংকট: সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে বাইডেনের সিদ্ধান্তের অপেক্ষা

আফগান সংকট: সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে বাইডেনের সিদ্ধান্তের অপেক্ষা

হাজার হাজার বেপরোয়া আফগান এবং বিদেশি কাবুল বিমানবন্দরে ভিড় করেছেন সংকটে নিমজ্জিত আফগানিস্তান ছাড়ার জন্য। এমন পরিস্থিতিতে ৩১ আগস্টের মধ্যে তাদের সবাইকে ফেরানো আদৌ সম্ভব কিনা তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক এবং দেশ ছেড়ে পালাতে মরিয়া আফগান সহযোগিদের নিরাপদে ফেরাতে সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানো হবে কিনা তা মঙ্গলবারের মধ্যেই সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।  ৩১ আগস্টের মধ্যেই দেশটি থেকে সেনা প্রত্যাহারের কথা রয়েছে। খবর এনডিটিভির।

যদিও এর আগে বাইডেন বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সব নাগরিক আফগানিস্তান থেকে না ফেরানো পর্যন্ত সেখানে সেনা থাকবে।বিস্তারিত

আন্তর্জাতিক