নিজস্ব প্রতিবেদক
সাত বছর আগে ২০১৪ সালে ঈদুল আজহার দিন বিদেশ থেকে দেশে বৈধ পথে ১৬ কোটি মিনিট টেলিফোন কল আসে। আর এবারের ঈদুল আজহার দিন ও তার আগে-পরের মোট তিন দিনে গড়ে প্রতিদিন কল এসেছে দুই কোটি ৯৬ লাখ ৪৭ হাজার ৭১৬ মিনিট। আর ঈদুল ফিতরের সময় তিন দিনে গড়ে প্রতিদিন দেশে আসা বৈদেশিক কলের পরিমাণ ছিল তিন কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৩২ মিনিট। গত জুলাই মাসে প্রতিদিন ছিল গড়ে এক কোটি ৯৫ লাখ ৬৩ হাজার ৫৯৬ মিনিট।
এই হিসাবে ঈদের বিশেষ সময়েও দেশে বিদেশ থেকে আসা ফোন কলের পরিমাণ প্রত্যাশা অনুসারে বাড়েনি। অথচ আগের বছরগুলোতে ঈদের সময় বিদেশ থেকে আসা ফোন কলের পরিমাণ ছিল সাধারণ দিনগুলোর তুলনায় অনেক বেশি।বিস্তারিত