জাপান থেকে উত্তরার ডিপোতে পৌঁছার পর গত ১১ মে ‘ফাংশনাল টেস্ট’-এর অংশ হিসেবে চলাচল শুরু হয় দেশের প্রথম মেট্রোট্রেনের। এতদিন ডিপোর ভেতরে মাটির ওপর থাকা লাইনে ট্রেন চলত। মাটি ছেড়ে গতকাল আনুষ্ঠানিকভাবে উড়ালপথে চলতে শুরু করেছে মেট্রোট্রেন। এ চলাচলকে ‘পারফরম্যান্স টেস্ট’ হিসেবে অভিহিত করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। যদিও এর আগে গত শুক্রবার পারফরম্যান্স টেস্টের প্রস্তুতি হিসেবে উত্তরা থেকে পল্লবী পর্যন্ত একটি ট্রেন চালানো হয়েছিল।
ঢাকায় ছয়টি লাইনের মেট্রোরেলের নেটওয়ার্ক গড়ে তুলছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটি জানিয়েছে, একটি মেট্রোট্রেনের পারফরম্যান্স টেস্ট সম্পন্ন করতে অন্তত ছয় মাস সময় লাগবে। এরপর শুরু হবে ইন্টিগ্রেটেড টেস্ট, যেটা সম্পন্ন হবে পরের তিন মাসে। তার পরও ট্রেন বাণিজ্যিকভাবে চলাচলের উপযুক্ত বলে বিবেচিত হবে না। ইন্টিগ্রেটেড টেস্ট হয়ে যাওয়ার পর আরো পাঁচ মাস যাত্রীবিহীনভাবে ট্রায়াল রান করতে হবে। অর্থাৎ মেট্রোট্রেন যাত্রী পরিবহনের উপযোগী হয়ে উঠতে অন্তত ১৪ মাস সময় লাগবে।বিস্তারিত