বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে সোলার হোম সিস্টেম বিতরণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গরিব ও অসহায় ৯২টি পরিবারের সদস্যদের মাঝে পরিবার প্রতি ১টি করে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়। এছাড়াও তিন পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ৮৯০টি সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। ফলে পরিবারগুলো ফ্যান, বাতি, মোবাইলে চার্জসহ বিদ্যুতের নানা সুবিধা গ্রহণ করতে পারবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর বান্দরবানের বাসভবনে আজ তিনি সোলার হোম সিস্টেম বিতরণ করেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের স্বাবলম্বী তথা উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণের লক্ষ্যে নানাবিধ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। পার্বত্য শান্তি চুক্তির শর্ত মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে এ অঞ্চলের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মোঃ মঞ্জুরুল আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, কাঞ্চন জয় তঞ্চাঙ্গাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জাতীয়