সেপ্টেম্বরে মাঠে নামছে আওয়ামী লীগ

সেপ্টেম্বরে মাঠে নামছে আওয়ামী লীগ

দলের সাংগঠনিক পর্যায়ের থমকে থাকা সকল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পূর্ণোদ্যমে মাঠে নামার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী মাস সেপ্টেম্বর থেকে মাঠে নামছে দলটি। করোনা আর শোকাহত মাস আগস্টের কারণে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচি স্থগিত ছিল। এবার পুরোদমে মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছেন নেতারা।

ডিসেম্বরের মধ্যে চার হাজারের অধিক ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ও মেয়াদোত্তীর্ণ পৌরসভার নির্বাচন শেষ হওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন (ইসি)। অনুষ্ঠেয় এই নির্বাচনের কথা মাথায় রেখেই দলকে সাংগঠনিকভাবে চাঙ্গা রাখার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

তবে সব কিছুই হবে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শক্রমে। সভানেত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করেই সেপ্টেম্বর মাসে কমিটি গঠনের প্রক্রিয়াও শুরু করা হবে বলে নেতারা জানান।

এদিকে স্থগিত থাকা সিলেট-৩ আসনে আগামী ৪ সেপ্টেম্বর এবং অক্টোবরে কুমিল্লা-৭ আসনে উপনির্বাচন নিয়ে নেতা-কর্মীরা সক্রিয় রয়েছেন। শুধু নির্বাচনের মাঠে নয়, মেয়াদোত্তীর্ণ জেলা, উপজেলা পর্যায়ে সম্মেলন করে চূড়ান্ত কমিটিও গঠন করা হবে। একই সঙ্গে অনুষ্ঠেয় পুরো নির্বাচনী সময় মাঠে থাকবেন দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা।বিস্তারিত

রাজনীতি