নাসির গ্লাসের ১৫ কোটি টাকা ভ্যাট ফাঁকি

নাসির গ্লাসের ১৫ কোটি টাকা ভ্যাট ফাঁকি

নিজস্ব প্রতিবেদকদেশের অন্যতম বৃহৎ শিল্প সংস্থা নাসির গ্রুপ। এ গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেশের বৃহৎ গ্লাস উৎপাদনকারী এ প্রতিষ্ঠানের প্রায় ১৪ কোটি ৬৬ লাখ টাকা ভ্যাট ফাঁকি উদ্ঘাটন করেছে মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা)। ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ায় উৎপাদনকারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়েছে। ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. মইনুল খান জানান, নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ৮৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-১২১২ এ নিবন্ধিত। এর ভ্যাট নিবন্ধন নং-০০১২২৫১৬৪-০১০৩। প্রতিষ্ঠানের কারখানা ‘নগর হাওলা (জৈনাবাজার), শ্রীপুর, গাজীপুর’ ঠিকানায় অবস্থিত। ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক মো. মাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল নাসির গ্লাসের ২০১৪ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত তদন্ত পরিচালনা করেন।

প্রতিষ্ঠানটির দাখিলকৃত সিএ ফার্মের বার্ষিক অডিট প্রতিবেদন, দাখিলপত্র (মূসক-১৯) এবং বিভিন্ন সময় প্রতিষ্ঠান কর্তৃক জমাকৃত ট্রেজারি চালানের কপি ও অন্যান্য দলিল থেকে প্রাপ্ত তথ্য-উপাত্তের আড়াআড়ি যাচাই এবং পর্যালোচনা করে মামলার প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এছাড়া তদন্তকালে প্রতিষ্ঠানের আত্মপক্ষ সমর্থনের তথ্যাদি ও বক্তব্য আমলে নেয়া হয়েছে।বিস্তারিত

অপরাধ অর্থ বাণিজ্য