চাঙা হচ্ছে দেশের অর্থনীতি

চাঙা হচ্ছে দেশের অর্থনীতি

  • নিজস্ব প্রতিবেদকবহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য ফের চাঙা হয়ে উঠছে। বাড়ছে আমদানি-রপ্তানি। ব্যাংকগুলোতে বেড়েছে ডলারের চাহিদা। গত একমাসে কেন্দ্রীয় ব্যাংক সাড়ে ৩৬ কোটি ডলার বিক্রি করেছে ব্যাংকগুলোর কাছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুন শেষে আমদানির প্রবৃদ্ধি হয়েছে ৪৫ শতাংশ। আগস্ট শেষে রপ্তানি প্রবৃদ্ধি ১৪ শতাংশ। এমন পরিস্থিতিতে অনেক ব্যাংকের কাছেই পর্যাপ্ত ডলার নেই। ডলারের চাহিদা মেটাতে ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে ৩৬ কোটি ডলার বিক্রি করে বাজার থেকে প্রায় তিন হাজার ১০০ কোটি টাকা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এপ্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক ড. জায়েদ বখত বলেন, খাদ্যপণ্য আমদানি বেড়েছে।বিস্তারিত

অর্থ বাণিজ্য