মার্চেন্টদের কাছে ইভ্যালির দেনা ২০৬ কোটি টাকা

মার্চেন্টদের কাছে ইভ্যালির দেনা ২০৬ কোটি টাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি গ্রাহকদের পর এবার পণ্য সরবরাহকারীদের কাছে কত টাকা দেনা আছে তা জানাল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কাছে পণ্য সরবরাহকারীরা প্রায় ২০৬ কোটি টাকা পাবেন। বাণিজ্য মন্ত্রণালয়ে গত ২ সেপ্টেম্বর এ হিসাব দিয়েছে ইভ্যালি।

এর আগে গত (২৬ আগস্ট) দেওয়া হিসাবে ইভ্যালি জানিয়েছিল, গ্রাহকেরা তাদের কাছে ৩১১ কোটি টাকা পাবেন। গ্রাহকের পাওনার সমপরিমাণ টাকা পণ্য কেনার জন্য অগ্রিম মূল্য বাবদ পরিশোধ করা হয়েছে।

ইভ্যালির হিসাব অনুযায়ী, গত ১৫ জুলাই পর্যন্ত মার্চেন্টদের কাছে তাদের দেনার পরিমাণ দাঁড়িয়েছে ২০৫ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৩৮৩ টাকা। মূলত এসব মার্চেন্টের কাছ থেকে পণ্য কিনে গ্রাহকদের কাছে বিক্রি করে ইভ্যালি।বিস্তারিত

অর্থ বাণিজ্য তথ্য প্রুযুক্তি