মাহমুদুল হাসান
প্রায় এক বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘কার্যনির্বাহী সংসদের’ সভা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে প্রায় এক ডজন পরিকল্পনা সামনে নিয়ে এ সভায় বসতে যাচ্ছে দলটি। গুরুত্বপূর্ণ এ সভা থেকে দলীয় সভাপতি শেখ হাসিনা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
জানা গেছে, আওয়ামী লীগের এ বৈঠক সামনে নিয়ে মোটা দাগে পরিকল্পনার মধ্যে রয়েছে- দলে সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে নেতাকর্মীদের সক্রিয় রাজনীতিমুখী করা, জেলার অসমাপ্ত সম্মেলনগুলোর কাজ করা, জাতীয় সম্মেলন অনুষ্ঠান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগাম প্রস্তুতি, নির্বাচন কমিশন গঠন, দলের অভ্যন্তরীণ বিরোধ মেটানো, সুষ্ঠুভাবে স্থানীয় নির্বাচন সম্পন্ন করা, সহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠন করা, বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন মোকাবিলা, মহানগর আওয়ামী লীগ পুনর্গঠন করা, করোনা পরিস্থিতি মোকাবিলা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোসহ সমসাময়িক ইস্যু।বিস্তারিত