রাকিব হাসান
২০০১ সালের ১১ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্যকেন্দ্র ও টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলা, যাতে স্তম্ভিত হয়ে যায় পুরো বিশ্ব। হামলায় প্রাণ হারায় তিন হাজারের বেশি মানুষ। নজিরবিহীন ওই হামলার পর আল–কায়েদার নেতা ওসামা বিন লাদেন আমেরিকানদের চোখে বিশ্বের শীর্ষ সন্ত্রাসী হয়ে ওঠেন। তাঁকে ধরতে পরের মাসেই আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এর এক দশক পর পাকিস্তানের একটি বাড়িতে মার্কিন কমান্ডোদের অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। তবে এর পরও থামে না তাঁর সংগঠন আল–কায়েদার সন্ত্রাসী তৎপরতা।
বিন লাদেনের উত্থান
ওসামা বিন লাদেনের জন্ম সৌদি আরবের রিয়াদে। ১৯৫৭, মতান্তরে ১৯৫৮ সালে জন্ম নেওয়া বিন লাদেন ইয়েমেনি বংশোদ্ভূত মোহাম্মদ বিন লাদেনের ৫২ সন্তানের মধ্যে ১৭তম ছিলেন। বিন লাদেনের বাবা ছিলেন সৌদি আরবের অন্যতম ধনকুবের। বিন লাদেনের অন্য ভাইয়েরা পশ্চিমা দেশগুলোতে পড়াশোনা শেষে তাঁদের বাবার প্রতিষ্ঠানেই কাজ শুরু করেন। কিন্তু বিন লাদেন ছোটবেলা থেকেই আলাদা ছিলেন।
সৌদি আরবের জেদ্দায় তিনি পড়াশোনা করেন। অন্যান্য সৌদি নাগরিকের মতো তরুণ বয়সেই বিয়ে করেন। তরুণ বয়সেই মুসলিম ব্রাদারহুডে যোগ দেন।বিস্তারিত