সাদ মুসা গ্রুপের কাছে ১৪ ব্যাংকের পাওনা ৩৫শ কোটি টাকা রিসিডিউলের আবেদনে সাড়া দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

সাদ মুসা গ্রুপের কাছে ১৪ ব্যাংকের পাওনা ৩৫শ কোটি টাকা রিসিডিউলের আবেদনে সাড়া দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

শাহ মোহাম্মদচট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান সাদ মুসা গ্রুপকে ঋণ দিয়ে আদায় করতে পারছে না এক ডজনেরও বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। অনিয়ন্ত্রিত বিনিয়োগ, অদূরদর্শী সিদ্ধান্ত, ফান্ড ব্যবস্থাপনার অভাব, করপোরেট সংস্কৃতি চর্চার অভাবসহ বিভিন্ন কারণে ডুবতে বসেছে সাদ মুসা গ্রুপের ব্যবসা। দেশের ১৪ ব্যাংক ও তিনটি আর্থিক প্রতিষ্ঠান সাদ মুসা গ্রুপকে ৩,৫০০ কোটি টাকার ঋণ দিয়ে এখন আর উদ্ধার করতে পারছে না। এই বিপুল পরিমাণ ঋণের রিসিডিউল করতে সাদ মুসা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ মহসিন এখন নিয়মিত বিভিন্ন ব্যাংকে ধরনা দিয়ে যাচ্ছেন। কিন্তু বাংলাদেশ ব্যাংক সাদ মুসা গ্রুপের আবেদন প্রত্যাখ্যান করেছেন। কারণ বাংলাদেশ ব্যাংক তাদের তদন্তে দেখেছে সাদ মুসা গ্রুপ এই বিপুল পরিমাণ ঋণের অপব্যবহার করেছেন। অর্থাৎ এক খাতের ঋণ অন্য খাতে বিভিন্ন ভাবে অপব্যবহার করেছে।বিস্তারিত

অর্থ বাণিজ্য