২৭ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত

২৭ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে ২৭ সেপ্টেম্বরের পর  চূড়ান্ত  সিদ্ধান্ত নেয়া হবে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে চূড়ান্ত  সিদ্ধান্ত জানাতে পারে।
আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে টিকার নিবন্ধন সম্পন্ন করতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সব শিক্ষার্থীদের  এই সময়ের মধ্যে সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন সম্পন্ন করতে হবে।  নিবন্ধন সম্পন্ন হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে গিয়ে টিকা নিতে পারবেন।বিস্তারিত

শিক্ষা