নিজস্ব প্রতিবেদক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, ফেসবুক, টুইটার ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কঠোরভাবে মনিটর করতে হবে। যাতে কোনো সাধারণ নাগরিক সাইবার ক্রাইমের শিকার না হন।
পাশাপাশি পুলিশ কর্মকর্তা ও সদস্যদেরও সোশ্যাল মিডিয়া ব্যবহারে সরকারের ও পুলিশ বাহিনীর অনুশাসন মেনে চলার নির্দেশ দেন আইজিপি।
তিনি বলেন, পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাকে ছাড় দেওয়া হবে না। কতিপয় কিছু পুলিশ সদস্য বা কর্মকর্তার আচরণ বদলাতে হবে। কোনো সদস্য মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারবে না। মাদকের সঙ্গে কারো কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকলে তাকে বেরিয়ে আসতে হবে।
মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে তিন দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভার শেষ দিনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে সমাপনী বক্তৃতায় এসব বলেন আইজিপি। বিস্তারিত