অর্থনৈতিকভাবে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। যার প্রমাণ আমাদের উত্তরাঞ্চলে একসময় মঙ্গার উপদ্রব ছিল, আজ আর তা নেই। আর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন আমরা মানবিক উন্নয়ন ঘটাতে সক্ষম হব।

মন্ত্রী আজ বিকালে রাজধানীর নিউ বেইলি রোডে অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বাংলাদেশ মহিলা সমিতির প্রতিষ্ঠাতা সভানেত্রী সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ নারী জাগরণের অগ্রদূত
ড. নীলিমা ইব্রাহিমের ৯৬তম জন্ম উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মানবিক অগ্রগতি, মূল্যবোধ প্রতিষ্ঠা ও অসাম্প্রদায়িক চেতনা মানবিক সমাজ গঠনের সূচকরূপে বিবেচিত। ড. নীলিমা ইব্রাহিমের মতো কালজয়ী মানুষগুলো আজীবন একটি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আজকের এ উৎসব আয়োজনে শরিক হতে পেরে গর্বিত।

বাংলাদেশ মহিলা সমিতির প্রাক্তন সভানেত্রী সেলিনা খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে “বাংলাদেশের মঞ্চনাটক ও ড. নীলিমা ইব্রাহিম” বিষয়ক স্মারক বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। স্মারক বক্তৃতার বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ ও বাংলাদেশ মহিলা সমিতির সহসভানেত্রী ড. মারুফী খান।

জাতীয়