২২শে সেপ্টেম্বর বৃটেনের লাল তালিকা থেকে মুক্ত হচ্ছে বাংলাদেশ

২২শে সেপ্টেম্বর বৃটেনের লাল তালিকা থেকে মুক্ত হচ্ছে বাংলাদেশ

লাল তালিকা থেকে বাংলাদেশের নাম তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বৃটেন। আগামী ২২শে সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বৃটিশ ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন বৃটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। বৃটিশ ফরেন এন্ড কমনওয়েলথ অফিসকে হ্যাশট্যাগ দিয়ে তিনি এক টুইটবার্তায় লেখেন, বাংলাদেশিরা ২২শে সেপ্টেম্বর থেকে বৃটেনে প্রবেশ করলে তাদের  দশদিন হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে না।

উল্লেখ্য, রেডলিস্টে থাকা অবস্থায় বাংলাদেশে আটকে পড়া বৃটিশ নাগরিকদের বৃটেনে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক  দশদিনের হোটেল কোয়ারেন্টিন করতে হতো। এজন্য তাদেরকে ২২শ’ ৮৫ পাউন্ড গুনতে হতো।

আন্তর্জাতিক