প্রতারণার অভিযোগে নারীদের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ, প্রেমের ফাঁদে ফেলে পতিতাপল্লীতে বিক্রি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সেলিম শেখ ওরফে মোস্তফা সেলিমের গ্রেফতার দাবি করেছেন ভুক্তভোগীরা। রবিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মলিনা আক্তার জুঁই, মো. রিপন, সেলিমের বড় স্ত্রী বেবী বেগম ও তার তিন সন্তান সাব্বির, শামীম, সাদিয়া আক্তারসহ অন্যান্য ভুক্তভোগীরা তার গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী মলিনা আক্তার জুঁই জানান, রাজধানীর যাত্রাবাড়ীতে থাকাবস্থায় প্রেমের সম্পর্ক করে সেলিম তাকে রাজবাড়ির পতিতাপল্লীতে বিক্রি করে দেয়। ১১ মাস পর সেখান থেকে কোনো ভাবে ফিরে এলে সেলিম বিয়ের প্রলোভনে পুনরায় শারীরিক সম্পর্ক গড়ে তোলে, বিয়ের কথা বললে সে নির্যাতন করে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় জুঁই মামলা করেছেন।বিস্তারিত