ই-কমার্স   প্রতারণার প্রতিকার নেই ভোক্তা অধিকারেও

ই-কমার্স প্রতারণার প্রতিকার নেই ভোক্তা অধিকারেও

 

করোনা মহামারীতে  নিজেকে সুরক্ষিত রাখতে রাজধানী ঢাকাসহ সারা দেশের বহু মানুষই কেনাকাটা করতেন অনলাইন প্ল্যাটফরম ই-কমার্সে। স্বল্প সময়ের ব্যবধানে ই-কমার্স জমজমাট রূপ নেয়। এরই মধ্যে নানা রকমের অস্বাভাবিক অফার দিয়ে প্রতারণার জাল বিস্তৃত করে অনেক কোম্পানি। তাদের ফাঁদে পা দিয়ে হরহামেশা প্রতারণার শিকার হন সাধারণ ভোক্তারা। অবশ্য অতি লোভের ফলেও কেউ কেউ সর্বস্বান্ত হচ্ছেন। মনিটরিংয়ের দায়িত্বে থাকা সংস্থাগুলোর ঢিলেঢালা কার্যক্রমের কারণে বেপরোয়া হয়ে উঠেছে ই-কর্মাস কোম্পানিগুলো।বিস্তারিতhttps://www.bd-pratidin.com/tech-world/2021/09/21/693262

তথ্য প্রুযুক্তি