বধ্যভূমিতে একই রকম স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে —মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সারাদেশে সব বধ্যভূমিতে একই রকম স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে যাতে মানুষ দেখে সহজে চিনতে ও বুঝতে পারে। ইতোমধ্যে ৩৬০টি বধ্যভূমির তালিকা করা হয়েছে। মন্ত্রী আজ নীলফামারী জেলার ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মন্ত্রী বলেন, দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ নতুন প্রজন্ম প্রয়োজন। তাই মুক্তিযোদ্ধাদের সন্তান এবং পরিবারকেও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে। মুক্তিযোদ্ধাদের উপজেলা সদরের ব্যাংকে গিয়ে কষ্ট করে টাকা তুলতে হবে না। এলক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।
সভায় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শাহীনুর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক আব্দুল হাকিম ও স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি তেইশ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। পরে মন্ত্রী একই জেলার জলঢাকা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনও উদ্বোধন করেন। ১ কোটি একাশি লাখ টাকা ব্যয়ে এ কমপ্লেক্স নির্মাণ করা হয়।

জাতীয়