হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে অবশেষে দখলমুক্ত হলো সোনারগাঁও ফুট ওভারব্রিজ

হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে অবশেষে দখলমুক্ত হলো সোনারগাঁও ফুট ওভারব্রিজ

এস এম জহিরুল ইসলাম: নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা মোগড়াপাড়ার প্রধান সড়কে জনগণের পারাপারের জন্য নির্মিত ফুট ওভারব্রিজটি নির্মাণের প্রথম থেকেই ফুটপাতের ব্যবসায়ী ও নানারকম ব্যবসায়ীদের দ্বারা দখলে ছিল। এটি মানুষ চলাচলের জন্য নির্মিত হলেও দখলদারিত্বের কারণে মানুষ চলাচলে বাধা সৃষ্টি হতো। সাধারণভাবে মানুষ চলাচল করতে পারতো না। এখানে হকার, মুচি ও বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত পসরা সাজিয়ে বসতো। মনে হয় এটি একটি বাণিজ্যিক মার্কেট। এ নিয়ে প্রশাসনের কারো কোন মাথা ব্যাথা নেই। স্থানীয় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ফুট ওভারব্রিজটি দখলমুক্ত করতে কোন রকম ব্যবস্থা নেয়নি। এ নিয়ে ভুক্তভোগীরা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও তাতেও কোন লাভ হয়নি। ভুক্তভোগীরা দখলদারিত্বের বিষয়টি নিজেদের মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। এছাড়াও ফুট ওভারব্রিজটি দখলদারিত্ব নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় লেখা-লেখি হয়। এসময় টনক নড়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের। তারা গত শনিবার মোগড়াপাড়া ফুট ওভারব্রিজটি দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে নেতৃত্বদেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। এসময় কাঁচপুর হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কারণে স্থানীয় পথচারীদের কাছে প্রশংসিত হয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ সদস্যবৃন্দ। ওসি মোঃ মনিরুজ্জামান এ প্রতিবেদককে বলেন কাঁচপুর হাইওয়ে থানা এলাকায় কোন অবৈধ দখলদারিত্ব থাকবে না। এ অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। মহাসড়ক ও ফুট ওভারব্রিজ দখলমুক্ত রাখতে তিনি জেলা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

সারাদেশ