একে একে বেরিয়ে আসছে ই-কমার্সের নয়-ছয় লুটপাটের কাহিনি : ধামাকায় কাতর গ্রাহকরা

একে একে বেরিয়ে আসছে ই-কমার্সের নয়-ছয় লুটপাটের কাহিনি : ধামাকায় কাতর গ্রাহকরা

এসএম আলমগীর একের পর এক বেরিয়ে আসছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর লুটপাটের কাহিনি। এ তালিকায় এবার সামনে এসেছে ধামাকা শপিং ডটকম। প্রতারণার মাধ্যমে ৩ লাখ গ্রাহকের ৭৫০ কোটি টাকা লুটে নিয়েছে প্রতিষ্ঠানটি। ধামাকার মূল মালিক আগেই দেশ ছেড়ে পালিয়ে গেলেও বুধবার এর সিওও সিরাজুল ইসলামসহ আরও দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে র‌্যাব। এর আগে ই-অরেঞ্জ, ইভ্যালির এমডি-চেয়ারম্যানকেও গ্রেফতার করা হয়েছে। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মালিক বা কর্মকর্তাদের গ্রেফতার করা হলেও প্রতারিত গ্রাহকরা তাদের টাকা ফেরত পাচ্ছেন না, এমনকি পণ্য ফেরত পাওয়ারও কোনো আশা দেখছেন না। বাধ্য হয়ে গ্রাহকরা এখন রাজপথে নেমেছেন আন্দোলনে, কিন্তু কোথাও কোনো আশার আলো দেখছেন না।

এদিকে গ্রাহক ঠকানো ও প্রতারণার অভিযোগে ইভ্যালি ডটকম লিমিটেড, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ ও গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ডের সদস্যপদ স্থগিত করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। সংগঠনটির পরিচালক আসিফ আহনাফ সদস্যপদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।বিস্তারিত

তথ্য প্রুযুক্তি