যুদ্ধ এবং দুর্ভিক্ষের সময়ই এরকম মানবিক বিপর্যয় ঘটে — আনোয়ার হোসেন মঞ্জু

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, শুধু যুদ্ধ এবং দুর্ভিক্ষের সময়ই এরকম মানবিক বিপর্যয় ঘটতে পারে। আজ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
বনের গাছ কেটে আশ্রয়কেন্দ্র নির্মাণের ফলে বন এবং পরিবেশের যে ক্ষতি হয়েছে মন্ত্রী তা সরেজমিন পরিদর্শন করেন। তিনি বলেন, পরিবেশ ও বনের এ ক্ষতি খুব সহজে পূরণ হবার নয়। মিয়ানমারের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কখনো খারাপ ছিল না। কিন্তু তারা সেখানে যে মানবিক বিপর্যয় ঘটিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এ ঘটনার কারণে বাংলাদেশে লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
মন্ত্রী আরো বলেন, মানবিক কারণে বাংলাদেশ এদের আশ্রয় দিলেও এদেশের পরিবেশ এবং বনের যে ক্ষতি হয়েছে তা মারাত্মক। যে সকল মানুষ এখানে আশ্রয় নিয়েছে তাদের কাছে মিয়ানমারের সহিংসতা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। একজন মানুষ তখনই ভিনদেশে পাড়ি জমায় যখন তার দেশে তার জীবন, সম্পদ ও সম্ভ্রম লুণ্ঠনের কবলে পড়ে। এ বিপর্যয় থেকে মিয়ানমারের আশ্রিত জনগোষ্ঠীকে অবিলম্বে ফিরিয়ে নিতে জোর দাবি উত্থাপনের জন্য তিনি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন।

জাতীয়