জার্মান-অস্ট্রেলিয়ান এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনফারেন্সে যোগ দিতে অস্ট্রেলিয়া গেছেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অস্ট্রেলিয়ার পার্থ শহরে অনুষ্ঠিতব্য ‘জার্মান-অস্ট্রেলিয়ান এশিয়ার প্যাসিফিক রিজিওনাল কনফারেন্সে’ যোগ দিতে ১ নভেম্বর রাতে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ৩-৫ নভেম্বর এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতায় জার্মান- অস্ট্রেলিয়া চেম্বার অভ্ ইন্ডাস্ট্রি এন্ড কমার্স এ কনফারেন্সের আয়োজন করেছে।
‘জার্মান- অস্ট্রেলিয়ান এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনফারেন্স’ এশিয়া প্যাসিফিক অঞ্চলের রাজনীতি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনার জন্য একটি প্লাটফর্ম।
তোফায়েল আহমেদ অস্ট্রেলিয়ার ট্রেড মিনিস্টারসহ আগত গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও ব্যাবসায়ীদের সাথে বৈঠক করবেন এবং গুরুত্বপূর্ণ সেশনে বক্তব্য রাখবেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী সিনেটর গধঃযরধং ঈড়ৎসধহহ, সাবেক বাণিজ্যমন্ত্রী অহফৎবি জড়নন, জার্মানির ইকোনমিক এফেয়ার্স এবং এনার্জি বিষয়ক ফেডারেল মিনিস্টির পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি টবি ইবপশসবুবৎ সহ গুরুত্বপূর্ণ ব্যাবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনে এ অঞ্চলের সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধি ও ব্যাবসায়ীগণ অংশগ্রহণ করবেন।

অর্থ বাণিজ্য