পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩০০ জন। নিহতদের মধ্যে ৬টি শিশু রয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে প্রদেশটির বিভিন্ন স্থানে ৫.৯ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। আহতদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে নেওয়া হয়েছে।
হারনাই জেলার উপকমিশনার সোহেইল আনোয়ার হাশমি বলেছেন, চালা ও দেয়াল ধসে পড়লে চাপা পড়ে অনেকে মারা যান। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেলুচিস্তানের রাজধানী কোয়েটায়ও ভূকম্পন অনুভূত হয়েছে। জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল প্রদেশের হারনাই জেলার কাছে এবং এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার।