হাসান জাকিরই-কমার্সের নামে বিশাল ছাড়ের লোভ দেখিয়ে গ্রাহকের অর্থ হাতিয়ে নেওয়ার তৎপরতা অব্যাহত রয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা তৎপরতার মধ্যেও তাদের ‘ব্যবসা’ চলছে। অন্তত চারটি ‘ই-কমার্স প্রতিষ্ঠানে’ এখনও ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের অফার রয়েছে। এসব অফারে গ্রাহকের জন্য ক্যাশ অন ডেলিভারির (সিওডি) সুযোগ নেই। অগ্রিম টাকা দিয়ে পণ্য কিনতে হচ্ছে। আগের অফারের পণ্যই এখনও গ্রাহকদের কাছে সরবরাহ করতে না পারলেও নতুন নতুন অফার দিচ্ছে প্রতিষ্ঠানগুলো।
প্রতিষ্ঠান চারটি হলো- আনন্দের বাজার, অল শপার, দালাল প্লাস ও থলে। এ ছাড়া আগেই সন্দেহের তালিকায় ওঠা আলাদীনের প্রদীপ ও সিরাজগঞ্জশপ তৎপরতা চালু রেখেছে। তবে এখন তাদের বড় ধরনের ছাড়ের ঘোষণা নেই।
সমকালের অনুসন্ধানে দেখা গেছে, আনন্দের বাজার, অল শপার, দালাল প্লাস, থলে, আলাদীনের প্রদীপ, সিরাজগঞ্জশপ- এ ছয়টি প্রতিষ্ঠানে ইতোমধ্যে গ্রাহকের কয়েকশ কোটি টাকা আটকা পড়েছে। প্রায় সব প্রতিষ্ঠানেরই মালিকপক্ষ লাপাত্তা, অফিস বন্ধ। কিন্তু অনলাইনে তাদের কার্যক্রম চলছে।বিস্তারিত