সে সঙ্গে বলেছে, গত সোমবারের সার্ভার ডাউনের সঙ্গে গতকালের ঘটনাটির কোনো সম্পর্ক নেই। সোমবার প্রায় ছয় ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় ফেসবুকের অ্যাপগুলো।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের এক বা একাধিক অ্যাপের ওপর আমরা কতটা নির্ভরশীল, তা সোমবারের ঘটনাটি আবারও মনে করিয়ে দিল। বিশ্বব্যাপী সাড়ে তিন শ কোটির বেশি মানুষ ফেসবুকের সেবাগুলো নিয়মিত ব্যবহার করেন। সার্ভার ডাউনের সময়ে ইনস্টাগ্রাম ও ফেসবুকের মাধ্যমে পণ্য বিক্রি করতে না পারায় ‘হাজারো ডলার’ লোকসানের মুখে পড়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তা এবং ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকেরা।
যুক্তরাষ্ট্রে ফেসবুক বেশি ব্যবহার হলেও ভারত, ব্রাজিল, ফিলিপাইনসহ অনেক দেশের মানুষ হোয়াটসঅ্যাপের ওপর বেশি নির্ভর করেন। স্বজন, সহকর্মী ও গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিশ্বব্যাপী ১০০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।
সোমবারের ফেসবুক সার্ভার ডাউনের পর প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছিল, তাদের সেবা স্থিতিশীল হতে আরও সময় লাগবে।