মালিক যায় জেলে সম্পদ হয় বেহাত ডেসটিনি হলমার্ক যুবকের সম্পদ চলে গেছে অন্যদের দখলে

মালিক যায় জেলে সম্পদ হয় বেহাত ডেসটিনি হলমার্ক যুবকের সম্পদ চলে গেছে অন্যদের দখলে

ডেসটিনি, হলমার্ক, ইউনিপে, যুবক ইস্যুর সমাধান হওয়ার আগেই সামনে এসেছে ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা, কিউকমের প্রতারণার মতো ইস্যু। দেশের আর্থিক খাতের জালিয়াতি-প্রতারণা থামছেই না। উপরন্তু সম্ভাবনাময় ই-কমার্স খাতেও শুরু হয়েছে জালিয়াতি আর প্রতারণা। জনসাধারণকে লোভের ফাঁদে ফেলে লুটে নিচ্ছে শত শত কোটি টাকা। আবার এই জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়ে জেলও খাটছেন এসব কোম্পানির কর্তাব্যক্তিরা। কেউ কেউ আবার পলাতকও রয়েছেন। এরমধ্যে তাদের কোম্পানির মালিকানায় থাকা হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে প্রভাবশালীরা তা দখল করে নিচ্ছেন। কোথাও কোথাও গোপনে বিক্রি হয়ে যাচ্ছে এসব কোম্পানির সম্পত্তি। নিয়ন্ত্রক ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ঢিলেঢালা মনিটরিংয়ের কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। অপরাধীদের শাস্তি না হওয়া এবং আইনি জটিলতার কারণে এসব জালিয়াতি ও প্রতারণার সুরাহা হয় না বলে মনে করেন বিশেষজ্ঞরা।বিস্তারিত

অর্থ বাণিজ্য তথ্য প্রুযুক্তি