ই-কমার্সের সুষ্ঠু বিকাশে প্রয়োজন নজরদারি ও নিয়ন্ত্রণ

ই-কমার্সের সুষ্ঠু বিকাশে প্রয়োজন নজরদারি ও নিয়ন্ত্রণ

ড. সালেহউদ্দিন আহমেদ আমরা জানি, ইলেকট্রনিক নেটওয়ার্ক বা ইন্টারভিত্তিক ব্যবসা-বাণিজ্য তথা ই-কর্মাস দেশে দিন দিন প্রসারিত হচ্ছে এবং এটা অবশ্যম্ভাবী। বিশেষত কভিড-১৯ আসার পর এর ব্যাপক প্রসার ঘটছে। এর মাধ্যমে ক্রেতা-বিক্রেতা দুই পক্ষেরই সুবিধা হয়। বিভিন্ন উপায়ে অর্থ লেনদেন ও পণ্য সরবরাহ করা হয় ই-কমার্সের মাধ্যমে। বিভিন্ন ধরনের ই-কর্মাস দেখা যায়। তবে বাংলাদেশে যে বিশেষ ধরনটি দেখা গেল তা হচ্ছে বাজারদরের চেয়ে অকল্পনীয় কম দামে পণ্য বিক্রি করেও কম্পানিগুলোর অকল্পনীয় প্রবৃদ্ধি ঘটেছে। ইভ্যালি, ধামাকা, ই-অরেঞ্জ, ই-কমার্স—এই সব প্রতিষ্ঠান এমন অকল্পনীয় কাণ্ড kalerkanthoঘটিয়েছে।বিস্তারিত

মতামত