রাশিয়ায় বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু, ২ জন গ্রেপ্তার

রাশিয়ায় বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু, ২ জন গ্রেপ্তার

রাশিয়ায় বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যুর ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  দেশটির ইয়েকাতেরিনবার্গ শহরে গতকাল এ মৃত্যুর ঘটনা ঘটে।

তদন্তকারীরা বলেছেন, “বেশ কয়েকজন ব্যক্তি রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহরে গত দুই সপ্তাহ ধরে অ্যালকোহল বিক্রি করেছেন যা তাদের শরীরের জন্য মারাত্মক বিপজ্জনক। ওই তরল পান করে ১৮ জনের মৃত্যু হয়েছে।” তদন্তে আরো বলা হয়েছে, এই অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

চলতি মাসের শুরুতে, ওরেনবার্গ অঞ্চলে কমপক্ষে ৩৬ জন  মিথানেলযুক্ত বিষাক্ত অ্যালকোহল পান করার পরে মারা যায়।২০১৬ সালে সাইবেরিয়ায় মিথানেলযুক্ত বাথ অয়েল খেয়ে মারা যায় ৬০ জনের বেশি। রাশিয়ার বেশিরভাগ মানুষ বিশেষ করে যারা গ্রামঞ্চলে বসবাস করে তাদের পক্ষে ভদকা কেনা সম্ভব হয় না। এজন্য এই করুণ পরিণতি ঘটে।সূত্র: দ্যা মসকো টাইমস

আন্তর্জাতিক