সাখাওয়াত হোসেন
করোনাকালে সামাজিক অপরাধ কিছুটা বাড়লেও এ মহামারি নিয়ন্ত্রণে আসার পর তা ধাপে ধাপে কমবে- সমাজবিজ্ঞানীরা এমনটা প্রত্যাশা করলেও বাস্তবতা ভিন্ন। করোনা সংক্রমণ ও মৃতু্য কমে আসায় সাধারণ মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কার্যক্রম পুরোপুরি সচল হওয়ার পর দেশে খুন, ধর্ষণ, পারিবারিক নির্যাতন, প্রতারণা, লুটপাট ও অর্থ আত্মসাৎসহ নানা ধরনের অপতৎপরতা কয়েক গুণ বেড়েছে। এর সঙ্গে অতি সম্প্রতি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে পড়ার ঘটনায় সমাজে নতুন অস্থিরতা তৈরি হয়েছে।
সমাজবিজ্ঞানীরা মনে করেন, সামাজিক মূল্যবোধ হ্রাস, নৈতিক অবক্ষয়, সামাজিক বন্ধন ঢিলে হয়ে যাওয়া, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য ও বিচারহীন সংস্কৃতির কারণে এ সংকট ক্রমাগত ভয়াবহ রূপ নিচ্ছে।বিস্তারিত