মুসলিম ইনস্টিটিউট চট্টগ্রামের সংস্কৃতিকর্মীদের মিলনস্থলে পরিণত হবে —সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মুসলিম ইনস্টিটিউট নির্মাণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ৩ মাসের মধ্যে প্রকল্পটির কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে। নির্মাণকাজ সমাপ্ত হলে এটি চট্টগ্রামে একটি দৃষ্টিনন্দন স্থাপনায় এবং সংস্কৃতিকর্মীদের মিলনস্থলে পরিণত হবে।

মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় তির্যক নাট্যদলের প্রতিষ্ঠার
৪৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী নাট্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তির্যক নাট্যদলের দলপ্রধান আহমেদ ইকবাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঞ্চ সারথি আতাউর রহমান।

মন্ত্রী বলেন, তির্যক যে ধরনের নাটকগুলো প্রযোজনা করছে, সেগুলো তুলনামূলকভাবে কঠিন, ক্লাসিক্যাল ও বৈচিত্র্যপূর্ণ। অনুষ্ঠানে বরেণ্য অভিনেত্রী ও নির্দেশক ফেরদৌসী মজুমদারকে তির্যক সম্মাননা জ্ঞাপন করা হয়।

নাট্যমেলা ছাড়াও এ উপলক্ষে নাট্যস্মারক প্রদর্শনী, আলোচনা, সম্মাননা জ্ঞাপন, নাট্যভাবনা আদানপ্রদান এবং প্রতিদিন মুক্তমঞ্চে সংগীত, আবৃত্তি, নৃত্য, মূকাভিনয় ও চট্টগ্রামের লোকগান পরিবেশিত হয়।

জাতীয়