দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় বাংলাদেশ-তুরস্ক একসাথে কাজ করবে তুরস্কে আফাদ প্রধানের সাথে মায়া চৌধুরীর মতবিনিময়

বাংলাদেশ ও তুরস্ক দুর্যোগ মোকাবিলায় একসাথে কাজ করবে। বিশেষত বন্যা, ঘূর্ণিঝড় ও ভূমিকম্প মোকাবিলায় পরস্পরের অভিজ্ঞতা বিনিময় করবে। তুরস্কোর রাজধানী আংকারায় তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা আফাদ (অঋঅউ) এর প্রধান গবযসবঃ এঁষষঁড়মষঁ এর সাথে মতবিনিময়কালে উভয় দেশের প্রতিনিধিদল এ তথ্য জানান।
বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম আজ আফাদের সদর দপ্তর পরিদর্শন করেন। বাংলাদেশের প্রতিনিধিদলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমেদ, বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম এবং তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে মায়া চৌধুরী বাংলাদেশে মিয়ানমার থেকে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি অবহিত করেন। রোহিঙ্গাদের জন্য আফাদ প্রধান তুরস্ক প্রতিশ্রুত সহযোগিতাসহ মানবিক সমস্যা মোকাবিলায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মন্ত্রী বাংলাদেশের ভূমিকম্প প্রস্তুতি ও সাড়াদানকেন্দ্র নির্মাণে তুরস্কের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সহযোগিতা চান।
মন্ত্রী পরে তুরস্কের ভূমিকম্প প্রস্তুতিকেন্দ্র ও আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র পরিদর্শন করেন।

জাতীয়