তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আজকের বাংলাদেশের পথ কবি নজরুলের পথ।
আজ রাজধানীর উত্তরা ক্লাবে ‘একুশ শতকে নজরুল’ শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে কবি নজরুল আমাদের সঙ্গী। এই অমর কবি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চিরসজীব প্রতিবাদের প্রতীক। আর সেকারণেই বিশ্বজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা-সংঘাতের বিরুদ্ধে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম এখনও প্রাসঙ্গিক।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এবং ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাথে সম্মিলিতভাবে উত্তরা বিশ্ববিদ্যালয় এ সম্মেলন আয়োজন করেছে।
তথ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, ‘আজকে কুসংস্কার, কূপমন্ডূকতা, সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে এসে আমরা যখন একটি বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের কথা বলছি, তখন কালে কালে কবি নজরুল আরো অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেন। তিনি বাঙালির অমর সঙ্গী।’
কাজী নজরুল ইসলামকে মুক্তিযোদ্ধাদের নিত্যসঙ্গী হিসেবে বর্ণনা করে মুক্তিযোদ্ধা ইনু বলেন, ‘মুক্তিযুদ্ধে তাঁর গান ‘কারার ঐ লৌহ কপাট’, ‘চল চল চল’ গানগুলো ছিল আমাদের নিত্যসঙ্গী। তাই বলি, নজরুল আমাদের ইতিহাস, ঐতিহ্য ও জাতির বিকাশে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন।’ ইনু বলেন, ‘মৌলবাদীদের আস্ফালনের বিরুদ্ধে সরকার যখন সতর্ক অবস্থানে কঠোর পদক্ষেপ নিচ্ছে, তখন বাঙালির মননকে ‘সাম্প্রদায়িকতার শেকলমুক্ত’ করতে নজরুলের আদর্শকে লালন ও চর্চা প্রয়োজন।’
অনুষ্ঠানে এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘কবি নজরুলের মধ্যে যে আন্তর্জাতিক চেতনার স্ফূরণ ঘটেছিল, তা তার সচেতন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সতেজ ছিল। তার এই চেতনাবোধই তাকে দেশোত্তীর্ণ ও কালোত্তীর্ণ করেছে।’
অনুষ্ঠানে ‘একুশ শতকে নজরুল’ শিরোনামে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর।
উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখার সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার মোঃ নাসিরউদ্দিন, নজরুল গবেষক এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক বরুণ কুমার চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেলা দাস, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান। সম্মেলনে আলোচনায় অংশগ্রহণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, ভারতের পশ্চিমবঙ্গের কবি ও সাংবাদিক জিয়াদ আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক খালেদ হোসাইন, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ড. বিশ্বতোষ চৌধুরী ও ভারতের রাঁচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুব্রত কুমার পাল।
উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আজিজুর রহমানের সভাপতিত্বে বুধবার এই আয়োজনের সমাপনী ঘটবে।
এর আগে সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ^ টেলিভিশন দিবস উপলক্ষে ব্রডকাস্ট প্রডিউসার্স এসোসিয়েশন আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন তথ্যমন্ত্রী।