চাপের মুখে সরকারি চাকরিজীবীরা ডিসেম্বরেই সম্পদের হিসাব, জানাতে হবে পরিবারের সদস্যদেরও সম্পদের তথ্য হিসাব দানকারীদের তালিকা সংরক্ষণ করা হবে : জনপ্রশাসন সচিব

চাপের মুখে সরকারি চাকরিজীবীরা ডিসেম্বরেই সম্পদের হিসাব, জানাতে হবে পরিবারের সদস্যদেরও সম্পদের তথ্য হিসাব দানকারীদের তালিকা সংরক্ষণ করা হবে : জনপ্রশাসন সচিব

 উবায়দুল্লাহ বাদল আসছে ডিসেম্বরের মধ্যেই সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দিতে হবে। শুধু তাদেরই নয়, দিতে হবে পরিবারের সদস্যদেরও সম্পদের হিসাব। এ ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এবারে যারা সম্পদের হিসাব দেবেন তাদের নামের তালিকা সংরক্ষণ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা আগামী পাঁচ বছর পর আবারও সম্পদের হিসাব দেবেন। আগামী বছর যারা সম্পদের হিসাব দেবেন তাদেরও তালিকা করা হবে। যথারীতি তারাও পাঁচ বছর পর আবার সম্পদের হিসাব দেবেন। প্রতি বছরই এ ধরনের তালিকা সংরক্ষণ করবে সরকার। ফলে সব সরকারি চাকুরে ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাবের আওতায় আনা হবে। এ জন্য বিদ্যমান ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর প্রয়োজনীয় সংশোধন আনা হচ্ছে। স্পষ্ট করা হচ্ছে সম্পদের হিসাবদান পদ্ধতি। এতে চাপের মুখে পড়েছেন সরকারি চাকুরেরা।বিস্তারিত

Others